পঞ্চগড় জেলা প্রতিনিধি,আবু বক্কর সিদ্দিক:আজ শুক্রবার ৪ মার্চ, দুপুরের সময় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রনচন্ডী বাজার সংলগ্ন একটি মসজিদের পাশের রুম থেকে( ৮৪)লোকমদ্দীন নামের এক মসজিদের খাদেমের লাশ উদ্ধার করেছেন তেঁতুলিয়া মডেল থানার পুলিশ।
মৃত লোকমদ্দীন ঠাকুরগাঁও জেলার কিসমত পুকরী এলাকার বাসিন্দা, তিনি দীর্ঘদিন ধরে ঐ মসজিদের খাদেম হিসাবে কাজ করতেন।
দুপুরের সময় খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দৈনিক আজকের উত্তরাকে বলেন, লাশ মর্গে পাঠানোর পরে তদন্ত করে মৃত্যুর আসল রহস্য যানা যাবে।