বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
ওয়েব ডেস্ক: ‘বিএনপি যদি ক্ষমতায় আসে, জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে না। দলটি ইতোপূর্বেও নিষিদ্ধ হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীনতাবিরোধী এই মুনাফেকের দলকে আবারও নিষিদ্ধ করা হবে।’
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা স্কুল মাঠে হাড়িভাসা ইউনিয়ন যুবদলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে দুটি দল নিষিদ্ধ হয়েছে— একটি জামায়াতে ইসলামী, অপরটি আওয়ামী লীগ। ৫৪ বছরে জামায়াত দুইবার এবং আওয়ামী লীগ একবার নিষিদ্ধ হয়েছে।
এম এ মজিদ বলেন, যারা আওয়ামী লীগ করেন, সবাই খারাপ নন। সব দলে ভালো-মন্দ মানুষ থাকে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিতে চান, তাদের আমরা সাদরে গ্রহণ করব।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগকে আপনারা বহুবার ভোট দিয়েছেন। কিন্তু তারা আপনাদের জমি-বাড়ি দখল করেছে, ব্যবহার করেছে, কোনো প্রতিদান দেয়নি। আপনারা বিএনপির সঙ্গে আসুন, আমরা প্রমাণ করব হিন্দু-মুসলমান ভাই ভাই, আমরা একসাথে থাকতে চাই।
সভায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ময়নুল ইসলাম মুন্নার সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ প্রমুখ।