মোঃ আল আমিন, লালমনিরহাট প্রতিনিধিঃ
আজ শুক্রবার, ২১ মে, লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাঁট এলাকায় ভোর ৫’টায় ভুট্রা ক্ষেতে একটি ফুটফুটে নবজাতক শিশুকে জন্ম দিয়ে ফেলে পালিয়েছেন পাষান্ড মা ও বাবা। এসময় নবজাতক শিশুটিকে উদ্ধার করে পুলিশ হেফাজত দিয়েছেন স্থানীয় জনতা।
এদিকে ভূট্রা ক্ষেত থেকে একটি নবজাতক শিশু পাওয়া গেছে শুনে, মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন, এবং শিশুটির লালন পালনের দায়িত্ব নিতে চাচ্ছেন বুড়িমারী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, আবু সাঈদ নেওয়াজ নিশাত।
অন্যদিকে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক জানায়, শিশুটি পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন প্রাথমিক চিকিৎসা শেষে, সমাজসেবা অফিসে হস্তান্তর করা হবে, পরিবার শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি ওখানেই থাকবে।