আল-আমিন হাছান, লালমনিরহাট প্রতিনিধিঃ করোনা নিয়ন্ত্রণে দেশে প্রথমবারের মতো শাটডাউন’র সুপারিশ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পাটগ্রাম উপজেলা প্রশাসন জানিয়েছিলেন, যে কোনও সময় শাটডাউনের ঘোষণা আসতে পারে। তার একদিন পরই সরকার আগামী ২৮ জুন থেকে সাত দিনের কঠোর লকডাউনের ঘোষণা দেয়।
শুক্রবার ২৫শে জুন সন্ধ্যায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, সুরথ কুমার সরকার জানিয়েছেন। কঠোর লকডাউনে এ সময়ে জরুরি সেবা ব্যতীত- সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এ ছাড়া জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। বাজারঘাট, গণপরিবহনসহ সব বন্ধ থাকবে। সবাই বাসায় থাকবে।
জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হতে পারবেন না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ দিয়ে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
জরুরি সেবা বলতে- ওষুধ, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ছাড়া সবকিছু দুই সপ্তাহ বন্ধ করে মানুষ যদি এই কষ্টটুকু মেনে নেয়, তাহলে আগামীতে ভালো হবে। নইলে এখন যেভাবে শনাক্ত প্রতিদিন বাড়ছে, তাতে করে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাবে।
এ সময় আজ শনিবার ২৬শে জুন পাটগ্রাম বাজার শহর সবখানে প্রচার প্রচারণা শুরু করেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, সাইফুর রহমান। উপজেলা চেয়ারম্যান, রুহুল আমিন বাবুল। রুবেল রানা ভূমি সহকারী কমিশনার পাটগ্রাম। ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ, ওমর ফারুক। আব্দুল ওহাব বেলাল চেয়ারম্যান ২নং পাটগ্রাম ইউনিয়ন পরিষদ, সহ উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ প্রচার প্রচারণায় উপস্থিত ছিলেন।