ববিন রহমান, স্টাফ রিপোর্টার: রোববার (৪ জুলাই) রাতে বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের হাসান মালগ্রাম দক্ষিণ পাড়ার টুলু মিয়ার ছেলে। পাল্টা-পাল্টি এ ঘটনায় ছুরিকাঘাতে জোবায়ের হাসান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাব্বির হোসেন (২০) নামে আরও এক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মালগ্রাম দক্ষিণ পাড়ায় সাবেক মেম্বর বাদশা মিয়ার বাড়ির সামনে সাব্বির হোসেনকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের (জোবায়ের) যুবকরা।
পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত জোবায়ের একই এলাকার একটা মেয়েকে ভালোবাসতেন। ওই মেয়েকে এবং প্রতিবেশী সাব্বির হোসেনও ভালোবাসেন।
এ নিয়ে জোবায়ের ও সাব্বিরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে রাত ১১টার দিকে সাব্বিরের লোকজন জোবায়েরকে এলাকায় পেয়ে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে মারা যায় জোবায়ের।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রেমঘটিত বিরোধে ছুরিকাঘাত ও পাল্টা ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে অপরজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ দৈনিক প্রত্যয় কে জানান, আহত সাব্বির ও নিহত জোবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তার জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।