ববিন রহমান, স্টাফ রিপোর্টারঃ
গত (২৪ মে) সোমবার রাত্রী ১০.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বগুড়া সদর থানাধীন চারমাথাস্থ বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ এর সামনে হইতে ০২টি ধারালো বার্মিজ চাকুসহ মোঃ শিহাব নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেন, আসামী মোঃ শিহাব (৩০), বগুড়া সদরের দক্ষিন গোদারপাড়া এলাকার মোঃ শাকিল হোসেনের ছেলে।
ডিবির ইনচার্জ “দৈনিক প্রত্যয়” কে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে ।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।