জসিম তালুকদার (চট্টগ্রাম): আজ ১৮ জুন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী টোল আদায় বন্ধ করার নির্দেশ দিয়ে বলেন, চট্টগ্রাম বাঁশখালীর পিএবি সড়কটি– সড়ক ও জনপদ(সওজ) বিভাগের আওতাধীন একটি সড়ক। এ সড়ক হতে টোল আদায়ের কোন নির্দেশনা সরকার বা সওজ থেকে পাওয়া যায়নি।
সুতরাং বেআইনিভাবে পিএবি সড়ক ব্যবহারকারী যানবাহন হতে যারা টোল আদায় করছেন তাদের টোল আদায় বন্ধ করার জন্য বলা হলো এবং চালকদের টোল প্রদান না করার জন্য বলা হলো।