সাইদুল ইসলাম, কাউনিয়া(রংপুর) : কাউনিয়ায় আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বুধবার আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
কাউনিয়া বালাপাডা ইউনিয়ন আওয়ামীলীগেৱ উদ্যোগে বিকালে এক আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সডক প্রদক্ষিন শেষে কাউনিয়া বাসস্টান মোডে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারমান আনছার আলীর সভাপতিত্ব ও সাধারন সম্পাদক দিলদার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সহ সভাপতি সাইফুল ইসলাম সেলিম ,আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক জমশেদ আলী, আইন বিষয়ক সম্পাদক হিরা সরকার, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার,মেম্বার মন্তাজ আলী,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জামিল হোসাইন ,সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ।