শান্তি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশে শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর সরকারের হামলা, দমন, নির্যাতন বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে।
শনিবার প্রটেক্ট ইউনুসের সাইটে জানানো হয়েছে, বিশ্ব নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে ড. ইউনুস বলেছেন, গত কয়েকদিনে ধরে বাংলাদেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা দিন দিন ঘনীভূত হচ্ছে। শিক্ষার্থী ও বিক্ষুদ্ধ জনতার উপর পুলিশ, বিজিবি ও পুলিশ হামলা করেছে।
তিনি বলেন, আমি বিশ্বনেতৃবৃন্দ ও জাতিসংঘকে তাদের সামর্থের সর্বশক্তি দিয়ে বাংলাদেশে বিক্ষোভকারী হত্যা বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। দেশে সংগঠিত শিক্ষার্থী ও জনতা হত্যার তদন্তের দাবী জানিয়েছেন ড. ইউনুস।
ড. ইউনুস বলেছেন, দেশে ইন্টারনেট, টেলিযোগাযোগ সুবিধা বন্ধ থাকায় আমার এই আহ্বান সারাদেশের মানুষ জানতে পারবেন কিনা জানি না। তবে বিশ্বের শুভবোধ সম্পন্ন সবাই আমার আহ্বানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এই হত্যাযজ্ঞের বন্ধের উদ্যোগ নিতে বিশ্ব নেতৃবৃন্দকে বলুন।