ঢাকার বিভিন্ন স্থানে ব্লক রেইড পরিচালনা করছে যৌথবাহিনী। পুলিশ, বিজিবি, সামরিক বাহিনী একযোগে হামলা অভিযান পরিচালনা করছে। অভিযানে হেলিকপ্টার ও ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
গুলশান ও বনানী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঔষধের দোকান ছাড়া সবকিছু বন্ধ করে দেয়া হচ্ছে।
ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যাত্রাবাড়ি, খিলগাঁও, মহাখালি সাততলা ও কড়াইল বস্তিতে রেইড দেয়া হয়েছে।
মহাখালী,আরজতপাড়া,শাহিনবাগে সেনাবাহিনীর অভিযান চলছে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে সার্চ করা হচ্ছে।
রাতে ইন্টারনেট আবার একদম ধীরগতির করে দেওয়া অথবা বন্ধ করা হতে পারে।
উল্লেখ শুক্রবার বাদ জুমা সারাদেশের মসজিদে আইনশৃংখলা বাহিনী ও আওয়ামী লীগের হামলায় নিহতদের স্মরনে দোয়া ও গায়েবানা জানাজার ডাক দিয়ে বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন।এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনা করা হবে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, সরকার ধারণা করছে জুমার নামাজের পর বড় ধরনের বিক্ষোভ হতে পারে। বিক্ষোভ ঠেকাতে আইনশৃংখলা বাহিনী সরকার প্রস্তুত রাখছে এবং রাতেই অভিযান করে ধরপাকর শুরু করেছে।