গাজী তাহের লিটন: উপকূলীয় জেলা ভোলার মনপুরায় মহমারি করোনাভাইরাসে (কোভিড-১৯) ৬ জন ও চরফ্যাসনের দক্ষিণ আইচায় ১ জন করোনারোগী সনাক্ত হয়েছেন। তাদের প্রত্যেকের করোনাভাইরাস উপসর্গ লক্ষণীয় নয়। তারা হোমকোয়ারেন্টাইনে চিকিৎসায় রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানাযায়, কোভিড রেপিড এন্টিজম টেস্ট করে মোঃ রফিক(২৬), মোঃ নজরুল ইসলাম(৫৭), মোঃ আজাদ(৩৪), বিবি খাদিজা(২৬), অনিল চন্দ্র দাস(৫৫) ও মোঃ শামসুউদ্দিন(৩৫) করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
মনপুরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পকনা কর্মূকর্তা ডা. মোঃ রেজওয়ানুর আলম জানান, কোভিড রেপিড এন্টিজম টেস্ট ৩৮ জনকে করে ৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তবে তাদের কোন উপসর্গ নেই। তারা ভালো আছেন। তাদেও প্রত্যেককে হোমকোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাড়ীতে তাদের চিকিৎসা দেওয়া হবে। হাসপাতালে সিনোভা ভ্যাকসিন রয়েছে। রেজিষ্টেশন করে আসলে ভ্যাকসিন দেওয়া হবে।সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।
এদিকে জেলার চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলী মুন্সী করোনা পজেটিভ হওয়ায় তার বাড়ি লকডাউন করা হয়েছে।
সোমবার (১২ জুলাই )সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দক্ষিণ আইচা থানার ওসি হারুন অর রশিদ লাল পতাকা উড়িয়ে ১টি বাড়ির ৩ টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন।
চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানান, করোনা উপসর্গ নিয়ে আলী মুন্সী চরফ্যাসন সদর হাসপাতালে এলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ওই ব্যক্তির রির্পোটে করোনা পজেটিভ আসে।