গাজী তাহের লিটন,ভোলা: উপকূলীয় জেলা ভোলায় ‘কঠোর লকডাউন’র দ্বিতীয় দিনে ভোলায় আরও ৮৯ জনের ৬৮ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বিনা কারণে বাইরে বের হওয়ায় এক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ নিয়ে গত দু’দিনে ১৯৩ জনের জরিমানা এবং তিন জনের জনের কারাদণ্ড দেওয়া হলো। লকডাউন এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় এ কারাদণ্ড-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
জরিমানা আদায়কৃতদের মধ্যে জেলা সদরে ৩৭ জনের ৩২ হাজার ৩০০ টাকা, দৌলতখানে ছয় জনের ১৮০০ টাকা, বোরহানউদ্দিনে ২৪ জনের ১১ হাজার ৩০০ টাকা, লালমোহনে ৭ জনের ৩ হাজার ৬০০ টাকা, চরফ্যাশনে ১২ জনের ১৭ হাজার ৯০০ টাকা এবং ৪ জনের ২ হাজার টাকা।
একইসঙ্গে বিনা কারণে ঘোরাফেরা করায় চরফ্যাশনে এক জনের ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং ব্যাটেলিয়ন আনসার নিয়ে ছয় উপজেলায় ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এদিকে, কঠোর লকডাউনেন দ্বিতীয় দিনেও ছিল সড়ক ফাঁকা। ছিল না কোনো গণপরিবহন। জেলা ও উপজেলা পর্যায়ে পুলিশের চেকপোস্ট ও ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে।
ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মো. কায়সার বাংলানিউজকে জানান, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। এদিকে শহরের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সড়কে চলছে না কোনো গণপরিবহন।
তবে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।জরুরি সরকারি খাদ্য ও প্রণোদনা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।