স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (১৩অক্টোবর) রাত ৯টায় বগুড়ার মহাস্থান প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে হঠাৎ সৌজন্য সাক্ষাৎ করলেন বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে মহাস্থান প্রেস ক্লাবের সাংবাদিকদের একটি উদাহরণ হতে হবে। সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা, দায়িত্ব, সততা ও সংবাদের বস্তুনিষ্ঠতার মাধ্যমে মহাস্থান প্রেস ক্লাবের সাংবাদিকের আরও আলোকিত হতে হবে। তিনি আরো বলেন,আপনারা সাংবাদিকরা জীবনে কখনও অন্যায়ের কাছে মাথা নত করবেন না। তাহলে স্বার্থ, প্রলোভন, অর্থ, বিত্ত আপনাদের কোনোদিন দমাতে পারবে না।
এসময় উপস্থিত ছিলেন, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও জাপা নেতা গোলাম রব্বানী পুটু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফুলমিয়া, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস আই সুমন, যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী শিপন, কোষাধ্যক্ষ নুরনবী রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল বাছেত, তথ্য ও ক্রীড়া সম্পাদক সোহাগ মাহবুব,সদস্য আব্দুল বারী প্রমুখ।