ববিন রহমান, স্টাফ রিপোর্টার:
গত রবিবার বিকালে বগুড়া সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের বুজরুক মাঝিড়া পাঁচ আউলিয়া দাখিল মাদ্রাসা খেলার মাঠে পাকুরতলা যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিশিষ্ট সমাজ সেবক জনাব টিপু সুলতান (শেকুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে খেলায় পুরস্কার বিতরণ করেন লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল হান্নান রিপু। তিনি বলেন, মাদক মুক্ত সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে খেলাধূলায় মনোযোগী করতে হবে, একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশে সুনাম অর্জন করা সম্ভব, তিনি যুব সমাজকে মাদক ও অপরাধ মুক্ত সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা করার আহবান জানান।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ ছামাদ মন্ডল, সদস্য লাহিড়ীপাড়া ইউপি, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রুহুল আমিন, ভূমি অফিসার, টিএমএসএস, বগুড়া,
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান (সাইদুল),
মোঃ গোলাম রব্বানী, বিশিষ্ট সমাজসেবক, মোঃ মাফুজার রহমান (মাফু), বিশিষ্ট সমাজসেবক, মোঃ আবু ওয়াহেদ (সোহাগ), মেসার্স তিন ভাই এন্টারপ্রাইজ, পাকুরতলা, মোঃ জিয়া বাবু, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী, পাকুরতলা, মোঃ রাযহান আলী, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী, পাকুরতলা, মোঃ জুয়েল ইসলাম, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী, পাকুরতলা, মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী, পাকুরতলা, মোঃ মোলহাজ্ব, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী, পাকুরতলা, মোঃ আমিনুর ইসলাম, বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী, পাকুরতলা, মোঃ রিপন ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, পাকুরতলা, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত খেলায় সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পান এসএম নাসারুল আমিন (টলার)
খেলায় অংশ গ্রহন করেন আর্জেন্টিনা সমর্থক ফুটবল একাদশ বনাম ব্রাজিল সমর্থক ফুটবল একাদশ। খেলায় আর্জেন্টিনা সমর্থক একাদশ ২-০ গোলে প্রতিপক্ষ ব্রাজিল সমর্থক একাদশকে উড়িয়ে দেয়।
খেলা পরিচালনা করেন এস এম নাসারুল আমিন (টলার), শরিফুল ইসলাম (সম্রাট) ও মোঃ ইয়াছিন আলী প্রমুখ।