নরসিংদী প্রতিনিধি : মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র মাধবদী থানা শাখা কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের নরসিংদী জেলা কমিটি। শনিবার (১৯ জুন) বেলা ১১টায় সংগঠনের নরসিংদী জেলা কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির প্রধাণ উপদেষ্টা ও নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া।
মোঃ খাইরুল ইসলাম খাঁন’কে সভাপতি এবং শ্রমীকলীগ নেতা ও মাধবদী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা নরসিংদী জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদসহ উক্ত সংগঠনের নরসিংদী জেলার ৬টি উপজেলার সভাপতি ও সেক্রেটারিগণ।