শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করেছে ছেলে। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বীরভূমের মল্লারপুর থানার বীরচন্দ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
সংবাদ প্রতিদিনের খবরে জানানো হয়, শুক্রবার সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন শংকরী লেট নামে ৫৫ বছরের এক নারী। পরে তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে বৃদ্ধার মৃত্যু হয়। আর মায়ের মৃত্যুর যন্ত্রণা মেনে নিতে পারেনি মিলন (৪০)।
গ্রামবাসীরা জানান, মায়ের মৃত্যুর খবরের পর একটি গাছের সঙ্গে মিলনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
গ্রামবাসীরা আরও জানান, অবিবাহিত মিলন মায়ের মৃত্যুর পর কিভাবে জীবন কাটাবে, সে নিয়ে শুক্রবার থেকেই চিন্তিত ছিলেন। শেষমেশ তিনি আত্ম হননের পথেই হাঁটলেন। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।