বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রের ব্যালট বাক্স কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হয়েছে গণনার জন্য।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যানবাহনে, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে, প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো মিলনায়তনে পৌঁছে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ব্যালট বাক্স পরিবহনের সময় নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশ, র্যাব, সিআরটি, বিএনসিসি ও স্কাউট সদস্যরা। তারা প্রতিটি কেন্দ্র থেকে নিরাপত্তা নিশ্চিত করে ব্যালট বাক্সগুলো গণনাকেন্দ্রে নিয়ে আসেন। পুরো প্রক্রিয়ায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকেই। এছাড়া, জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার প্রক্রিয়াও সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, নয়টি ভবনে ভোটগ্রহণ শেষে সব ব্যালট বাক্স কঠোর নিরাপত্তায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হয়েছে। গণনার সুবিধার্থে প্রতিটি ব্যালট বান্ডেল ১০০টি করে তৈরি করা হবে। এরপর ওএমআর মেশিনে এসব ব্যালট গণনা করা হবে, যা বিশেষজ্ঞ প্যানেল দ্বারা পর্যবেক্ষণ করা হবে। তিন ধাপে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে। একটি হলের ফলাফল প্রস্তুত হওয়ার পরপরই পরবর্তী হলের গণনা শুরু হবে। সবমিলিয়ে ২৮৩টি পদের ফলাফল প্রকাশে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।
উল্লেখ্য, এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। একযোগে ভোটগ্রহণ হয়েছে ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩০৫ জন প্রার্থী। এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে লড়ছেন ৫৮ জন প্রার্থী। অপরদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৫৫ জন প্রার্থী। মোট ভোটারের মধ্যে ৩৯ দশমিক ১০ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯০ শতাংশ পুরুষ।