রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি চম্পক নগর বৌদ্ধ কল্যান সংঘের উদ্যোগে দু:স্থ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
এতে উপস্হিত ছিলেন মানবতার পাহাড়ী বাঙালি গরিব মেহনতি মানুষের জনপ্রিয় নেতা দীপংকর তালুকদার এমপি।
শনিবার ৮ মে ২০২১ চম্পক নগর বৌদ্ধ কল্যাণ সংঘের উদ্যেগে দুঃস্হ পরিবারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন । এসময় চম্পক নগর বৌদ্ধ কল্যান সংঘের দায়ক -দায়িকা ও উপস্থিত ছিলেন ।