ওয়েব ডেস্ক: সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ,চট্টগ্রাম এর অনার্স ২০১৯-২০ সেশনের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুমি আক্তারের চিকিৎসা’র জন্য জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রত্যয়ের পক্ষ থেকে নগদ ১৫,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ সোমবার, ১৪ জুন। অসুস্থ রুমি আক্তারের মা ছাবেকুন্নাহার এর হাতে দৈনিক প্রত্যয়ের পক্ষ থেকে দৈনিক প্রত্যয়ের প্রকাশক ও সম্পাদক মাজেদুল হক শিকদার মাসুম কতৃক প্রেরিত নগদ এই অর্থ তুলে দেন দৈনিক প্রত্যয়’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো:ফরহাদ এর শ্রদ্ধেয় পিতা, পেকুয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নাছির উদ্দিন।
নাছির উদ্দিন বলেন, এই মহৎ কাজের জন্য দৈনিক প্রত্যয়ের প্রকাশক ও সম্পাদক কে ধন্যবাদ জানাচ্ছি। জীবনের মূল মানেটা হলো নিজের সব কিছু দিয়ে মানবতার সেবা করা।কখনোই মানবতার উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়।মানবতা ফেসবুক এর স্ট্যাটাস কিংবা স্টোরি এর চেয়ে অনেক বড় কিছু।দৈনিক প্রত্যয়’র মত আপনারা ও অসহায় মানুষের পাশে দাঁড়ান,অসহায় মানুষকে ভালবাসুন।দেখবেন পৃথিবী টা অনেক সুন্দর।
দৈনিক প্রত্যয়ের সম্পাদক ও প্রকাশক মাসুম শিকদার বলেন, আল্লাহ ততক্ষণ বান্দাদের সাহায্য করেন যতক্ষণ তিনি অন্যদের পাশে থাকেন।আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবাই কাউকে না কাউকে সহযোগিতা করতে পারি।একজনের বিপদে অন্যজনের এগিয়ে আসা উচিত।দেশের মানুষের জন্য কিছু করতে পারার মধ্যে যে আনন্দ পাওয়া যায় তা কখনো ভাষায় প্রকাশ করা যায়না।এই আবেগ আর ভাল লাগার জায়গা থেকে ‘দৈনিক প্রত্যয়’ এর জন্ম।আমাদের এই নিউজ পোর্টাল শুধু সংবাদ প্রচার পর্যন্তই সীমাবদ্ধ থাকবেনা বরং ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রাখবে ইনশাল্লাহ।সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে পারি।
দৈনিক প্রত্যয়ের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো:ফরহাদ বলেন, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারলে সৃষ্টির সেরা জীবের প্রতি দায়িত্ব পালন করা হয়।প্রকৃত মানবসেবা যারা করে তারা কখনো প্রতিদান চায়না।মানবসেবা করতে হলে বিত্তবান হতে হয় না।’দৈনিক প্রত্যয়’ একটি পরিবারের মতই।দৈনিক প্রত্যয় একদিন জনপ্রিয়তায় বাংলাদেশের নাম্বার ওয়ান নিউজ পোর্টালে পরিণত হবে ইনশাল্লাহ। আমি দৈনিক প্রত্যয়ের সম্পাদক ও প্রকাশক শ্রদ্ধেয় মাসুম শিকদার ভাই এবং সারাদেশে ছড়িয়ে থাকা দৈনিক প্রত্যয়ের শতাধিক প্রতিনিধিদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।আপনাদের সবার অক্লান্ত পরিশ্রমমের ফলে দৈনিক প্রত্যয় একদিন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে।আপনারা ‘ দৈনিক প্রত্যয়’ পরিবারের সকলের জন্য দোয়া করবেন।