নরসিংদী প্রতিনিধি : বৃহস্পতিবার (২০মে) নরসিংদী সকাল ১০ টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে ক্লাবের আয়োজনে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে নরসিংদী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
ক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক রোজিনার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানোসহ তাকে আটকে রেখে হেনস্থা, নির্যাতন ও মিথ্যা মামলা দায়ের করার নিন্দা জানানো হয়।
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মনে করছেন সাংবাদিকরা। অবিলম্বে তাকে মুক্তি দেয়া না হলে সাংবাদিক সমাজ বৃহৎ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান বক্তারা।
এসময় দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের প্রতিনিধি মাজহারুল পারভেজ, দৈনিক সমকালের প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক কাজী আনোয়ার কামাল, সাপ্তাহিক সমাচার পত্রিকার সম্পাদক একে ফজলুল হক, সাপ্তাহিক সাতদিনের কণ্ঠের সম্পাদক হামিদুল হক আহাদ, ইনডিপেনডেন্ট টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, চ্যানেল ২৪ এর প্রতিনিধি সঞ্জিত কুমার সাহাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নরসিংদী প্রেসক্লাব আয়োজিত এ সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নরসিংদী জেলার সদস্যরাও তাঁদের সাথে একাত্বতা প্রকাশ করে এ প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।
এদিকে, এ সভার পরপরই সকাল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর নরসিংদী জেলার ব্যানারে আলাদা কর্মসূচিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির অংশহিসেবে বিএমএসএফ নরসিংদী জেলা শাখা প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবি এবং সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার (২০মে) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নিলুর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা, ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার উপদেষ্টা এবিএম আজরাফ টিপু, প্রথম আলোর জেলা প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ, বিএমএসএফ নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ সভাপতি সাখাওয়াত হোসেন বাবু ,রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন, বাঁধন , মোঃ আব্দুর রাকিব, ও রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন।
সভায় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা ও হেনস্তা করার তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবি করেন। সেই সাথে সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিরও তীব্র নিন্দা জ্ঞাপন করে এসব মিথ্যে মামলা প্রত্যাহার করে সাংবাদিক হয়রানি বন্ধ করার আহবান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএমএসএফ মাধবদী থানা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস ,সাধারণ সম্পাদক আলাল উদ্দিন সোহান, নিউজ নরসিংদী টিভির চেয়ারম্যান আশিকুর রহমান, সাপ্তাহিক মশাল পত্রিকার নির্বাহী সম্পাদক সহ , সাংবাদিক শেখ মানিক, মিজান, তনময় সাহা , আমজাদ হোসেন, লায়ন সরকার, আব্দুল হান্নান মানিক, ওবায়দুল্লাহ, নাহিদ প্রদান ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।