সিলেট প্রতিনিধি: র্যাব-৯ এর অভিযানে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে হেরোইনসহ ০২ জন মহিলা মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।
২০ মে ২০২১ ইং তারিখ ২.২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, এর সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী ফেরিঘাটস্থ জনৈক কামাল বক্স এর কলোনীর নতুন আধাপাকা বাড়ির ৩নং ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ৫৫ পুরিয়া হেরোইনসহ দুইজন মহিলা মাদক কারবারী ১। সিমা বেগম (২৪), পিতা- মোঃ বেদন আলী, সাং- বালিকান্দি, থানা-সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, (এ/পি- কামাল বক্স এর কলোনী, কদমতলী ফেরীঘাট, থানা- দক্ষিন সুরমা, এসএমপি-সিলেট), ২। শিল্পী বেগম (২৯), পিতা- রমজান মিয়া, সাং- নিলুকুটি, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী, (এ/পি- সিরাজ মিয়ার কলোনী, মুছারগাঁও, থানা- দক্ষিণ সুরমা, এসএমপি-সিলেটদের’কে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।