আল-আমিন হাছান, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ রোববার ১৩ জুন রাত আট টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার থেকে উক্ত বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ প্রান্তের লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে সমাবেশ করে।
উল্লেখ্য, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলাম বিপ্লব ও লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি, এনামুল হকসহ দলীয় নেতা কর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
হারাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি, আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক, রাজিউল হাসান শাকিল, ও মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ফেরদৌস মণ্ডল।
এসময় বক্তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন।