তবে এটি সব বিদেশি কোম্পানির ক্ষেত্রেই এই বিল প্রযোজ্য হবে, কিন্তু এটা মূলত চীনা কোম্পানিগুলোকে টার্গেট করে করা হয়েছে। এমন একটি বিল পাসের পর ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজনীতিবিদের ব্যাপক সমালোচনা করেছে বেইজিং।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর শুরুর দিকে এটির প্রাদুর্ভাবে অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে চীন। এই ভাইরাস এখন পুরোপুরি একটি মহামারির আকার ধারণ করেছে এবং বিশ্বজুড়ে তিন লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানির কারণ হয়েছে। এছাড়া বৈশ্বিক অর্থনীতিও একেবারে ধসে পড়েছে।