লেখক: আফজাল আহমেদ
সপ্তাহে একদিন railway তে কাজ করি। একদিন কাজ করা যে কি কষ্টের যারা একদিন কাজ করে শুধুমাএ তারাই জানে, আমি সিরিয়াস কিনতু। ঐ একদিন কাজে যাবার জন্য যে কষ্ট করে ঘুম থেকে উঠতে হয় – তা বলার মতো না! যাই হোক.. কাজে না যাবার জন্য যতো ধরনের ছুটি আছে সব আমি ব্যবহার করি সবসময়, বছরে এক মাস আবার আনপেইড ছুটি ও নেই! একটু ঠান্ডা লাগলে ও ছুটি.. তার মানে চাকরিটা আমার কোনোমতে ঝুলে আছে, যখন তখন লাথি মেরে বের করে দেওয়ার সম্ভাবনা!
কিনতু আজকে আমি খুব খুশি খুশি মনে কাজে আসছি। কারণ এখন আমার দেশের আমাকে দরকার, মানুষের সাহায্য দরকার, আজকে বাহানার সময় নয় আজকে মানুষের পাশে দাঁড়ানোর সময়। এইটা দেশ প্রেম কিনা জানি না.. তবে মনুষ্যত্ব প্রেম এইটা জানি। আপনি ও একটু করুন, মজা পাবেন শিউর
#FightCovid19