শাহীন আহমদ, সিলেট প্রতিনিধি :
ঘটনাটি ঘটেছে রোববার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের উপর ঝিংগাবাড়ী (হরিশিং মাটি) গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষেতের জমিতে পানি দেওয়া নিয়ে পূর্ববিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে হরিশিংমাটি গ্রামের আজির মিয়ার ছেলে কুদরত হোসেন (৫২) ও একই গ্রামের মছদ্দর আলীর পুত্র আতাউর রহমান (৬০) গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার পুলিশ হরিশিং মাটি গ্রামের আজির মিয়ার পুত্র কুদরত হোসেন (৫২) ও তার ছেলে লিমন আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যান।
কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বলেন, ঝিংগাবাড়ী ইউনিয়নের হরিশিংমাটি গ্রামে ক্ষেতের জমিতে পানি দেওয়া নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে হরিশিং মাটি গ্রামের আতাউর রহমান নিহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুইজনকে আটক করেছি। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।