শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
সিলেট নগরী থেকে ইয়াবা বিক্রির সময় মাহফুজুর রহমান পাপ্পু (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মে) বিকাল সাড়ে ৩টায় নগরীর লালাদিঘীরপার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত পাপ্পু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রামের সুলতান আহমদের ছেলে। বর্তমানে তিনি নগরীর লালাদিঘীরপার আবাসিক এলাকার ৬৮ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ টি.এম আল আমিনের নেতৃত্বে লালাদিঘীরপার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রিকালে তাকে গ্রেফতার করা হয়। পাপ্পু একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
সত্যতা নিশ্চিত করেছেন এসএমপি’র কোতোয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।