মোঃ আল-আমিন হাছান, লালমনিরহাটঃ মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৩’শত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির কাগজ ও নতুন পাকা ঘরের চাবি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
রবিবার ২০ জুন, সকাল ১১. টায় হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করেন।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামিউল আমিনের সভাপতিত্বে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মশিউর রহমান মামুন। উপজেলা ভূমি সহকারী “এ্যাসিস্ট্যান্ট” শারমিন সুলতানা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, লিয়াকত হোসেন বাচ্চু। ভাইস চেয়ারম্যান, জেসমিন নাহার। হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ ওসি (তদন্ত) রফিকুল ইসলাম। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ঠিকাদার, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পরিবারের লোকজন।
উল্লেখ্য- প্রথম ধাপে হাতীবান্ধা উপজেলায় ৪২৫’টি ও দ্বিতীয় ধাপে ৩০০’টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির কাগজ ও নতুন পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়।