স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচেই বিশ্বকাপে রেকর্ড গড়ে সর্বোচ্চ রান করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ম্যাড়ম্যাড়ে উইকেটে ভারতের কাছে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। বিপরীতধর্মী দুই উইকেটে দুই দল খেললেও সেগুলোর পিচ সম্পর্কে কিছুটা আইডিয়া ছিল দলগুলোর। কিন্তু মাঠের লড়াইয়ে দুই দল নামার আগে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ সম্পর্কে তেমন কোনো আইডিয়াই নেই দুই দলের।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এ মাঠে এর আগে দক্ষিণ আফ্রিকার ওপেনার ডি কক একবার খেলেছিলেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডি কক বলেন, ‘আমি লখনৌ সুপার জায়ানটের হয়ে আইপিএলে এখানে খেলেছিলাম। কিন্তু বর্তমানে যে পিচ বসানো হয়েছে সেটার সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। আশা করছি, ভালো উইকেটই হবে।’
দুই দলের মুখোমুখি দেখায় ৫৪-৫০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তবে বিশ্বকাপের লড়াইয়া ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া।
অজি অধিনায়ক বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেতে মুখিয়ে আছেন। প্যাট ক্যামিন্স বলেন, ‘আমাদের লক্ষ্যই আবার নতুন করে শুরু করা বিশেষ করে ভারতের সঙ্গে প্রথম ম্যাচে হারের পর। বিগত কয়েকদিন ধরে আমরা আমাদের কৌশল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি।
এ উইকেট থেকে পেস ও বাউন্স আশা করে কামিন্স বলেন, ‘মাঠের আউটফিল্ড সুন্দর। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব করতে পারাটা সৌভাগ্যের। আমাদের সবাই এখন বেশ ফুরফুরে রয়েছে এবং তারা সেরাটা দিতে মুখিয়ে রয়েছে।’