স্পোর্টস ডেস্ক: অধিনায়ক হিসেবে কীভাবে সামনে থেকে নেতৃত্ব তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। শ্রীলঙ্কার বিপক্ষে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। অর্ধশতকও করেন এই বা হাতি ব্যাটার।
বিশ্বকাপে তিন জয়ে বেশ ভালো অবস্থানে আছে আফগানিস্তান। জয়ী দলের অধিনায়ক হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শহিদি বলেন, ‘কোচিং প্যানেল এবং ম্যানেজিং স্টাফরা অনেক কষ্ট করছে আমাদের জন্য যা আমাদের আরও আত্মবিশ্বাস জুগিয়েছে। কোচ ট্রট সবসময়ে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আমাকে বলেছিলেন, অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে। এটাই আমার চিন্তাভাবনাকে বদলে দিয়েছে। আমি চেষ্টা করেছি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। এভাবেই আমি করে যেতে চাই পুরো টুর্নামেন্ট’
দলের এমন জয়ে দারুণ খুশি শহিদি। তিনি বলেন, ‘আমি এই দল নিয়ে গর্ব করি। যেভাবে আমরা তিন বিভাগেই ভালো খেলে হারিয়েছি তা গর্ব করার মত। শেষ ম্যাচটি আমাদের আরো আত্মবিশ্বাস জুগিয়েছে এবং বিশ্বাস করতে শিখিয়েছে আমরা যেকোন লক্ষ্য তাড়া করে জিততে পারি।’