ওয়েব ডেস্ক: কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক রফিকুর রহমান চৌধুরী (আরআরসি) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অধ্যাপক রফিকুর রহমান চৌধুরী সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির ফুফাতো বোন-জামাই। তিনি চার ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের দ্বিতীয় পুত্র অধ্যাপক ইনামুর রহমান চৌধুরী জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বৃহস্পতিবার এশার নামাজের পর কিশোরগঞ্জ শহীদি মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অধ্যাপক রফিকুর রহমান চৌধুরী কিশোরগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তার শিক্ষার্থীদের অনেকেই দেশে ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। ১৯৯৪ সনে তিনি গুরুদয়াল সরকারি কলেজ থেকে অবসর নেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।