অপেক্ষা_
তুমিতো আমার না পাওয়া,
বেশ কিছু দিন পর পর হঠাৎ দর্শন।
আমিতো তোমার জন্য অপেক্ষায় বাজারে বসে থাকা।আমিতো তোমার জন্য তোমারই মতো করে ছবি আঁকার প্রচেষ্টা।
আমিতো তোমারই খেয়ে ফেলে দেওয়া চকলেটের খোশা আগলে রেখে স্মৃতিচারণ করা।
আমিতো তোমারই
দুটি কোকড়া চুল ভূগোল বইএর মধ্যে লুকিয়ে রাখা।
আমিতো তোমারই
ফোনে বার্তা পাঠিয়ে উত্তরের অপেক্ষায় বসে থাকা।
প্রিয়তমা,
এদিকে আমি শত সহস্র আর্তনাদ।অথচ, ওদিকে তুমি এক পরমাশ্চর্য না শোনা।
কিন্তু তবুও কোনো অভিযোগ নেই।
উপলব্ধির পর একদিন ডেকো,চলে আসবো।
আমিতো আর কোন অতীত কাল নই যে একবার চলে গেলে আর ফিরে আসতে পারবোনা !
প্রিয়তমা আমার।
লেখক : মোঃইয়ামিম ইসলাম
সমাজ কল্যাণ ও গবেষণা,
ঢাকা বিশ্ববিদ্যালয়।