স্পোর্টস ডেস্ক: টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নামার পর আফগানদের ঠিক ‘আফগানিস্তানে’র মতো মনে হচ্ছিল না। এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যেভাবে বোলারদের পিটিয়েছিলো, ঠিক তেমনটাই মনে হচ্ছিলো রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরানের ব্যাটিংয়ে।
শেষ পর্যন্ত এই দু’জনের উদ্বোধনী জুটি ভাঙতে সক্ষম হলেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। ১১৪ রানের বিশাল জুটি গড়ার পর বিচ্ছিন্ন হলেন গুরবাজ এবং ইব্রাহিম। আদিল রশিদকে মিডউইকেটের ওপর দিয়ে মেরে বাউন্ডারি আদায় করতে চেয়েছিলেন ইবরাহিম। কিন্তু শর্ট মিডউইকেটে সরাসরি জো রুটের হাতে ধরা পড়েন তিনি। ৪৮ বলে ২৮ রান করে আউট হলেন ইবরাহিম।
তবে রহমানুল্লাহ গুরবাজ অন্যপ্রান্তে ঠিকই তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। এ রিপোর্ট লেখার সময় আফগানিস্তানের রান ১৭.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২০। ৫৫ বলে ৭৯ রানে রহমানুল্লাহ গুরবাজ এবং ২ রান নিয়ে ব্যাট করছেন রহমত শাহ।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম (বর্তমানে অরুন জেটলি স্টেডিয়াম)- রীতিমত রান বন্যার একটি মাঠ। এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ ৪২৮ রানের রেকর্ড গড়েছিলো দক্ষিণ আফ্রিকা। জবাবে শ্রীলঙ্কাও করেছিলো ৩২৬ রান।
সেই মাঠেই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে কী ভুলই করে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার? প্রতিপক্ষ আফগানিস্তান বলে হিসাব-নিকাশে কী কোনো ভুল করে ফেললেন তিনি?
কারণ, টস হারের পর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেছিলেন, তাদের লক্ষ্য ৩০০’র বেশি রান তোলা। অধিনায়কের কথামত বড় স্কোরের দিকেই এগিয়ে চলছে আফগানিস্তান। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরান মিলে তুমুল ঝড় তুলে দিয়েছে ভারতের রাজধানীতে।
দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১২.৪ ওভারেই (৭৬ বল) দলীয় শতরানে পৌঁছে যায় আফগানিস্তানের স্কোর। এর মধ্যে কোনো উইকেট হারায়নি তারা।