স্পোর্টস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের হয়ে দুইবারের বিশ্বকাপ জেতা মেগান র্যাপিনো অবসরের ঘোষণা দিয়েছেন। নারী ফুটবলের এই কিংবদন্তী চলতি মৌসুম শেষেই অবসরের ঘোষণা দিয়েছেন। অবশ্য অবসরে যাবার আগে নিজ দেশের হয়ে চতুর্থবারের মত বিশ্বকাপ খেলতে নামবেন তিনি।
যুক্তরাষ্ট্রের নারী দলের হয়ে ১৯৯ ম্যাচে ৬৩ গোল আর ৭৩ অ্যাসিস্ট করেছেন র্যাপিনো। জাতীয় দলের জার্সিতে ৮৬ শতাংশ ম্যাচ জয় করার রেকর্ড আছে তার। তবে এবার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৩৮ বছর বয়েসী এই তারকা।
দেশের হয়ে ২০১৫ এবং ২০১৯ সালে টানা দুই বিশ্বকাপ জিতেছেন র্যাপিন। এরমাঝে ২০১৯ সালটাকে আলাদাভাবে মনে রাখতে চাইবেন তিনি। সেবছর বিশ্বকাপ জয়ের পাশাপাশি ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব পেয়েছিলেন এই তারকা। একইসঙ্গে ব্যালন ডি’অর, স্পোর্টস ইলাস্ট্রেটেড স্পোর্টসপার্সন অভ দ্য ইয়ারের পুরস্কারও পান তিনি। ছিলো বিশ্বকাপের গোল্ডেন বল এবং গোল্ডেন বুট জেতার কীর্তি।
অবসরের ঘোষণা দিয়ে র্যাপিনো জানান, আমি অসাধারণ একটা ক্যারিয়ার পার করেছি। আর এই খেলার মাধ্যমেই সাড়া বিশ্বের কাছে পরিচিতি পেয়েছি। এটাই আমাকে অনেক দারুণ সব মানুষের সাথে পরিচিত হতে সাহায্য করেছে। এতদিন খেলতে পারার জন্য, এতগুলো সাফল্য পাবার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।
একনজরে মেগান র্যাপিনোর অর্জন
দুইবার ফিফা নারী বিশ্বকাপ (২০১৫ এবং ২০১৯)
অলিম্পিক স্বর্ণপদক (২০১২)
কনকাকাফ ওম্যান’স চ্যাম্পিয়নশিপ (২০১৪ এবং ২০১৮)
নারী ফ্রেঞ্চ লিগ (২০১৩ এবং ২০১৪)
ফ্রেঞ্চ ওম্যান কাপ (২০১৩)