সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতা: বাগেরহাটের মোল্লারহাট মাদারতলীগ্রামে ৬লহ্ম৩৫হাজার টাকা ছিনতাইয়ের নাটকে ফেঁসে গেলো দুইজন।পুলিশ তদন্ত শেষে তাদেরকে আটক করতে সহ্মম হন।
আটককৃতরা হলেন- মোল্লারহাট থানা সাং বড় গাওলার পিতা মৃত সৈয়দ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস(৩০), ও মো:রুবেল ইসলাম বরকতের ছেলে মোহাম্মদুল্লাহ শেখ বাঁধন(১৮)।
আজ শুক্রবার (২ফেব্রুয়ারী)আটককৃত আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার মোল্লারহাট থানায় মামলা দায়ের করেন মোল্লারহাট থানার মাদারতলী গ্রামের কালিপদ মন্ডলের ছেলে আশিষ কুমার মন্ডল(৩৫) ।
মামলাসূত্রে জানা যায় মোল্লারহাট থানার মাদারতলী গ্রামে আশিষ কুমার মন্ডল একজন মৎস ব্যাবসায়ী।এবং আসামী সুজন বিশ্বাস(৩০)তার পিকআপ ড্রাইভার। সে তার আর্থিক ব্যাবসায়ীক কাজে বাহক হিসেবে সহায়তা করে থাকেন।গত ২৮-০১-২০২৪ সকাল ৯:০০ দিকে সুজন বিশ্বাস যশোর এমএমসি মাছের কোম্পানিতে পাঠানো মাছ পিকআপে সরবরাহ করে ফিরে আসার পথে ফকিরহাটের পূবালী ব্যাংক থেকে কোম্পানির পাঠানো আট লহ্ম পয়ত্রিশ হাজার টাকা উল্লেখিত ড্রাইভার স্বাহ্মরিত চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা নিয়ে আশিষ মন্ডলের ম্যানেজার খুলনা জেলার পািকগাছা থানার সন্তোষ সানার ছেলে রমেন সানা শুখালী বাজারের উদ্দেশ্য পিকআপ যোগে রওনা হন।পথিমধ্যে ফকিরহাট ফলতিতা বাজারে মধ্যে তার পাওনাদার চিতলমারী থানার নওয়াব হাওলাদারের ছেলে আজিজুল হাওলাদারকে বিশ লহ্ম টাকা দেওয়ার জন্য বাজারে নেমে যায়।বাকি ছয় লহ্ম পয়ত্রিশ হাজার টাকা নিয়ে ড্রাইভার সুজন নশুখালী বাজারের উদ্দেশ্য পিকআপে রওনা হন। ব্যাবসায়ী আশিষ মন্ডল ড্রাইভারকে কল করলে তিনি তার ফোন রিসিভ করেনি।পথচারীর ফোনে আশিষ মন্ডলকে জানায় সুজন বিশ্বাস কেন্দুয়া ব্রিজ কাছে অসুস্থ অবস্থায় পড়ে আছে।এবং মোটরসাইকেল যোগে দুইজনে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আশিষ মন্ডল ঘটনাস্থলে গিয়ে সুজন বিশ্বাসের কথায় সন্দেহ করে।তার সকল বর্ননা দেয়া মোটরসাইকেল ফলতিতা পাম্পের সিসি টিভি ফুটেজে দেখা যায়নি।এবং প্রতারণা করে টাকা আত্মসাত করেছে।
মামলা তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মো:মামুন শেখ বলেন -প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে পিক-আপ ড্রাইভার সুজন বিশ্বাস (৩০) মোহাম্মাদুল্লাহ শেখ বাঁধন(১৮), ঢাকা থেকে আসিয়া ড্রাইভার সুজনের নিকট থেকে উক্ত টাকা নিয়ে ঢাকায় চলে যায়। ড্রাইভার সুজন বিশ্বাসকে গ্রেফতারের পর তাহার স্বীকারোক্তি ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় মোল্লহাট থানার একটি চৌকশ পুলিশ টিম ডিএমপি তেজগাও, মহাখালী ও আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোহাম্মাদুল্লাহ শেখ বাঁধনকে গ্রেফতার করে ও তাহার ভাড়াটিয়া বাসা থেকে বাদীর আত্মসাৎকৃত ০৬ লক্ষ ৩৫ হাজার টাকার মধ্যে ০৫ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।