বগুড়ার সংবাদদাতাঃ দেশের জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের মা এবং জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের শাশুড়ি “নাউজিয়া ইসলাম রাশা” ইন্তেকাল করেছেন।
আজ (২৮ জুলাই) তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি দৈনিক প্রত্যয়কে নিশ্চিত করেছেন মডেল ও অভিনেতা আদনান আজাদ আসিফ। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। নাউজিয়া ইসলাম রাশা ছিলেন বাংলাদেশের ‘স্টিল অ্যাড মডেলিংয়ের’ পথিকৃৎ এবং বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী। ‘রাশা ইসলাম’ নামেই সর্বমহলে পরিচিত ছিলেন তিনি। রাশা ইসলামের পিতা আজফার হাসান মাহমুদ ছিলেন শান্তিনিকেতনের শিক্ষার্থী এবং রবীন্দ্রনাথের ছাত্র। উল্লেখ্য যে অভিনেত্রী মৌ’য়ের হোমটাউন বগুড়ার বাসা থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।