প্রস্তাবিত আইনে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ‘ক্রিমিনাল অফেন্স’ বা ফৌজদারি অপরাধ বলে বিবেচ্য হবে। অবৈধভাবে প্রবেশকারীদের শাস্তি ছয় মাস থেকে বাড়িয়ে চার বছর করার প্রস্তাব দেওয়া হয়।
তাছাড়া মানবাপাচারকারীদের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির কথা বলা হয়েছে। বর্তমান আইনে মানবপাচারকারীর শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।
প্রস্তাবিত এ আইনটি আগামী মঙ্গলবার প্রথমবারের মতো দেশটির পার্লামেন্টে উপস্থাপিত হচ্ছে।
সম্প্রতি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা বাড়ছে। এই পরিস্থিতি ঠেকাতেই এমন আইনের প্রস্তাব সরকারের।
যুক্তরাজ্যের হোম সেক্রেটারি প্রিতি পাটেল বলেন, প্রস্তাবিত আইনটি কঠোর হলেও পরিস্থিতি ঠেকাতে এটি যথোপযুক্ত। তিনি আরো বলেন, বৈধ ও নিরাপদ পথে অভিবাসনকে স্বাগত জানায় যুক্তরাজ্য। তাছাড়া বিদ্যমান ব্যবস্থার অপব্যবহার, অবৈধভাবে প্রবেশ ঠেকানো ও এ সংক্রান্ত সব অপরাধ দমন করতে চায় যুক্তরাজ্য।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে চার হাজার অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। ২০০২ সালে আট হাজার চারশ ১৭জন যুক্তরাজ্যে প্রবেশ করেছিল।
সুত্র :ইনফোমাইগ্রেন্টস