পাখিদের নীড়ে ভালোবাসা
__ অর্পিতা সরকার
পরের জন্মে তুমি আমি
মানুষ হবো,
আমরাও প্রেমে পড়বো।
দেখো,এ জন্মে তো কত বাধা!
এই যে ঝড় আসলে,
নির্বাক বিচলিত দৃষ্টিতে
আমি শুধু তোমায় খুঁজি।
তোমায় খুঁজতেই চোখে পড়ে-
মনুষ্যকুলের কত সুন্দর বৃষ্টিভেজা ভালোবাসা।
পরের জন্মে তাই
আমরাও মানুষ হবো,
আমরাও প্রেমে পড়বো।
আমাদের ছোট্ট ছোট্ট খড়কুটোর ঘরে, ভালোবাসা তো ভীতস্বরেই ঢাকা থাকে সর্বদা!
মনুষ্যকুলের মতো
রঙিন বিলাসি স্বপ্নের
স্থায়ী ঘর তো আমাদের
বাঁধা হয়না!
তাইতো পরের জন্মে
তুমি-আমি মানুষ হবো,
আমরাও প্রেমে পড়বো।
মুক্ত আকাশে সদা উড়িয়ে ডানা
তোমায় তো বুকে জড়িয়ে
প্রেম জ্ঞাপনও করতে
পারবো না!
পরের জন্মে তুমি আমি তাই
মানুষ হবো,
আমরাও প্রেমে পড়বো।
লেখক : উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী
নওগাঁ সরকারী কলেজ