আব্দুল্লাহ আল হাসিব, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
ত্রান বিতরনের ধারাবাহিকতায় মণিরামপুর উপজেলাতে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন ও দিনমজুর ১০০টি পরিবারের মধ্যে নগদ র্অথ ও জিবাণু রোধক সাবান বিতরন করেছেন স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিমনগর ইউনিয়ন পরিষদে করোনার কারনে কর্মহীন ও দিনমজুর পরিবারের সদস্যদের হাতে নগদ র্অথ ও সাবান তুলে দেয়া হয়।
নগদ র্অথ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।আরও উপস্হিত ছিলেন থানা ভারপ্রাপ্ত র্কমর্কতা রফিকুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌহিদুর রহমান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাদ আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ হামিদ,বাবলু,ইন্জিনিয়ার আলম,প্রতিমন্ত্রীর সহকারী সচিব কবির খান,ব্যাক্তিগত র্কমকর্তা সজীব কুশারী,কাশিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিকাশ ভট্টাচার্য্য,সাঃসম্পাদক হাবিবুর রহমান হাবিব,ছাত্রলীগ নেতা মামুন সহ প্রমুখ নেতৃবৃন্দ।ত্রান বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চিত্তরন্জন দাস।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এ সময় বলেন দেশের এ ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্টে রয়েছেন। অনেকে আত্মসম্মানের ভয়ে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছেন না। এমন অবস্থায় সমাজের সবাইকে মানবিক স্বার্থে এগিয়ে আসতে হবে।