রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে ছিল ভারত। পঞ্চম ও শেষ ম্যাচে মিচেল মার্শদের সিরিজ সমতা কিংবা ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত সূর্যকুমার যাদবের দল। তবে ব্রিসবেনের বৃষ্টিতে ম্যাচটাই যে শেষ পর্যন্ত পরিত্যক্ত হলো। ফলে ভারতের লিড কেড়ে নেওয়ার আর সুযোগ ছিল না অজিদের। সিরিজের ট্রফি হাতে পেতেই সূর্যকুমার এশিয়া কাপের প্রসঙ্গ ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতিকে খোঁচা দিয়েছেন।
সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলেও তারা এখনও ট্রফি হাতে পায়নি। পিসিবি ও এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে সূর্যকুমার-শুভমানদের ট্রফি নিতে অস্বীকৃতি জানানো দিয়ে শুরু। সেই নাটক বেশ দীর্ঘ হয়েছে। যা সম্প্রতি সমাধানের ইঙ্গিত মিললেও সূর্যকুমার ট্রফি না পাওয়ার আক্ষেপ নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর তিনি বলেন, ‘এটি দারুণ ব্যাপার যে, অবশেষে আমি ট্রফি স্পর্শ করতে পেরেছি।’
গতকাল (শনিবার) ব্রিসবেনে ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘সিরিজ জয়ের পর আমাদের ট্রফি দেওয়া হয়েছে, সেটি ছোঁয়ার অনুভূতি হচ্ছে হাতে। কিছুদিন আগে নারী দলের কল্যাণে বিশ্বকাপ জেতায় আরেকটি ট্রফি পেয়েছে ভারত। সেটিও এখন ভারতে আছে। ট্রফি জেতার পর তা হাতে নিতে পারা অবশ্যই দারুণ অনুভূতির।’
অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারলেও, টি-টোয়েন্টিতে বেশ দাপট দেখিয়েছে ভারত। যার জন্য পুরো দলকে কৃতিত্ব দিলেন সূর্যকে, ‘সবাই সম্মিলিত অবদান রেখেছে প্রতিটি ম্যাচ, ব্যাট-বল এবং ফিল্ডিং তিন বিভাগেই ভালো পারফর্ম করেছে।’ এজন্য প্রবাসী ভারতীয় দর্শকদেরও কৃতজ্ঞতা জানালেন ভারতীয় অধিনায়ক, ‘ভারতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে কী ঘটেছে আমরা দেখেছি, অবিশ্বাস্য সমর্থন দেখা গেছে। যখন ঘরের মাঠে খেলবেন তখন এই চাপটাও থাকে, কিন্তু একই সমর্থন এখানে পাওয়াটা অনেক রোমাঞ্চকর।’
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে খেলেনি অস্ট্রেলিয়া। আসন্ন অ্যাশেজ সিরিজকে তির বানিয়ে ভারত সিরিজজুড়ে খেলোয়াড়দের অদলবদল করে খেলানো হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। যা নিয়ে অজি অধিনায়ক মার্শ বলেন, ‘আমরা সর্বশেষ কবে বৃষ্টির কারণে এত বাধার মুখে পড়েছি মনে পড়ছে না। হারলে এখানে অনেক শেখার বিষয় আছে, অনেক ইতিবাচকতাও। আমাদের স্কোয়াডে কার্যকর নমনীয়তা এবং বিশ্বকাপকে সামনে রেখে যে সামর্থ্য গড়ে উঠছে তা দুর্দান্ত।’
প্রসঙ্গত, এশিয়া কাপ ট্রফি হস্তান্তর নিয়ে এক মাসেরও বেশি সময় পর আলোর রেখা মিলেছে। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শাইকিয়া জানিয়েছেন, ‘আইসিসি কর্মকর্তাদের উপস্থিতিতে মহসিন নাকভির সঙ্গে ভালো আলোচনা হয়েছে। দুই দেশই নিজেদের কথা বলেছে। কোনো ঝগড়া বা কথা কাটাকাটি হয়নি। দুই দেশই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে আগ্রহী। বরফ গলেছে। তাই বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। ওরা কিছু প্রস্তাব দিয়েছে। আমরাও দিয়েছি। এবার দেখি কী করা যায়।’