স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার নিজস্ব একটি ব্র্যান্ড আছে। যে অসিদের দেখলে সবাই আগে থেকেই পরাজয় ধরে নিত এখন তাদেরকেই বলে কয়ে হারাচ্ছে সবাই। বর্তমান সময়ের অস্ট্রেলিয়া দল সেই ব্র্যান্ডের মত খেলতে পারছে না বলে স্বীকার করেছেন অধিনায়ক প্যাট কামিন্স।
নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার লখনৌ স্টেডিয়ামে খেলতে নামার আগে অসি অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ট্রেলিয়া তাদের ব্র্যান্ড অব ক্রিকেট থেকে সরে এসেছে, আমি সেই ধারণা থেকে এখনো সরে আসতে চাচ্ছি না। দীর্ঘদিন অসিদের হয়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকেই বলছি এটা। তবে এটা সত্যি আমরা আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী খেলতে পারছি না।’
১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ২০২৩ বিশ্বকাপের শুরুর দুই ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। কিন্তু সেবার অবিশ্বাস্যভাবে রুখে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতেছিল অসিরা; কিন্তু ২০২৩ সালে সেটা করাটা সহজ হবে না।
অতীতের পুনরাবৃত্তি মনে করে কামিন্স বলেন, ‘এটা বেশি দিন আগের নয় যে আমরা এক নম্বর দল ছিলাম। তাই আমাদের বেশি দূর যেতে হবে না উন্নতির জন্য যখন আমরা সেরাটা খেলবো। আমরা দুই ম্যাচেই প্রতিপক্ষের কাছে উড়ে গিয়েছি। যখন আপনি সেরা ফর্মে থাকবেন, তখন আপনার বোর্ডে রান থাকবে। আমরা এক দল হয়ে এখনো খেলতে পারিনি। আমরা জানি, কোন জিনিসটা আমাদের আরো একতাবদ্ধ করতে পারে।’
অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচেই ২০০ রানের নিচে অলআউট হয়েছে। কিছুটা ইনজুরি সমস্যাও রয়েছে অজিদের বর্তমান স্কোয়াডে। কামিন্স সেসব মনে করিয়ে বলেন, ‘দলে যারা সুযোগ পেয়েছে আমি তাদের নিয়ে খুশি। কয়েকজনের ইনজুরি সমস্যা ছিল কিন্তু এতে করে আমাদের দল সাজাতে সমস্যা হয়নি।’