স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে স্লেজিং একটা শিল্প বলা যায়। আর সেই শিল্পের প্রধান শিল্পী অস্ট্রেলিয়া। পুরো ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার মতো স্লেজিং করতে পারে না আর কোনো দেশ।
তাই বিশ্বকাপের ফাইনালে এ স্লেজিংকে অস্ত্র হিসেবে বাছাই করে নিতে পারে অজিরা, এমনটা বলেই সতর্ক করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।
পাশাপাশি ২০১১ বিশ্বকাপে অজিরা কীভাবে স্লেজিং করে ভারতকে হারানোর চেষ্টা করেছিল সেটাও মনে করিয়ে দিলেন রায়না।
২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অজিদের হারিয়ে সেমিতে ওঠার পাশাপাশি বিশ্বকাপও জিতেছিল ভারত। সেই ম্যাচে অজিরা ব্যাটে বলে না পেরে স্লেজিংকে বেছে নিয়েছিল বলে দাবি করেন রায়না।
এএনআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই স্মৃতির কথা মনে করিয়ে দিয়ে বলেন, আমার এখনো মনে আছে তারা কীভাবে আমাদের স্লেজিং করেছিল। এমনকি একবার ব্র্যাড হাডিন আমার সামনে এসে আমাকে স্লেজ করছিল আমি রান নেওয়ার সময়। তবে আমি শান্ত ছিলাম। যুবরাজ ও আমি জুটি গড়েছিলাম। আমাদের বেশি রান তাড়ার দরকার ছিল না তবে চাপ ছিল।