বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক: নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন সোবহানা মোস্তারি। ফিফটি ছোঁয়া ইনিংসে উন্নতি করেছেন র্যাংকিংয়েও। নারী ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। বর্তমানে ৫৭তম স্থানে আছেন মোস্তারি।
মোস্তারি ছাড়াও ব্যাটিংয়ে উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা ও নিগার সুলতানা জ্যোতি। দুই ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠে এসেছেন সুপ্তা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে আছেন তিনি। ২ ধাপ এগিয়ে জ্যোতির অবস্থান ৩৪ তম।
এদিকে পুরুষদের ক্রিকেটেও উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ব্যাট হাতে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন রিশাদ। এরপর বোলিংয়ে ১০ ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে প্রথম ওয়ানডেতে ১৩ বলে ২৬ রান করার পর ৩৫ রানে ৬ উইকেট শিকার করেছিলেন রিশাদ। যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
ব্যাট-বলে দারুণ সময় কাটানো রিশাদ ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। বোলিং র্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে তার অবস্থান ৬৮তম, একইসঙ্গে বর্তমান ৪৩০ রেটিং পয়েন্ট রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা রেটিং ১৫১ পয়েন্ট নিয়ে ৮৭ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান ৩৭তম।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে ১৮তম এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে ৭১তম এবং দুই ধাপ এগিয়ে ৯৬তম হয়েছেন তানভীর ইসলাম। চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্পিননির্ভর পিচে স্লোয়ার বোলাররা রাজত্ব করছেন। সেভাবে সুযোগ মিলছেন না পেসারদের, তারই প্রভাব হিসেবে তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮, শরিফুল ৩ ধাপ পিছিয়ে ৬১ এবং তানজিম সাকিব ৬ ধাপ পিছিয়ে ৭৩–এ নেমে গেছেন।