স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান সিরিজের পর থেকেই জাতীয় ক্রিকেট দলে নেই কোন ব্যস্ততা। ২৯ জুলাই থেকে ক্যাম্প শুরু হবার কথা থাকলেও পুরো জাতীয় দল এখন আছে ছুটির আমেজে। সাকিব আল হাসান-লিটন দাসদের ছুটির সময়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও পেয়েছেন খানিক অবসর। আর সেই ফাঁকে উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়।
কিন্তু, ছুটি কাটাতে গিয়ে বড় ধরণের বিড়ম্বনাই দেখতে হলো হাথুরুকে। ফ্লাইট বাতিল, ব্যাগ হারানো নিয়ে ছুটির শুরুটা মোটেই ভাল হয়নি তার। টুইটারে টাইগার হেডমাস্টার নিজেই জানিয়েছেন তার বিড়ম্বনার কথা।
হাথুরুসিংহের এমন বিড়ম্বনার শুরু ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের কারণে। প্রথমেই ফ্লাইট শুরুর কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল হয়। এমন বিড়ম্বনার ক্ষেত্রে সাধারণত বিকল্প ব্যবস্থা থাকে, কিন্তু টাইগার কোচের কপালে সেই বিকল্পও ছিল না।
ফ্লাইটের অপেক্ষায় পার করেছেন পুরো একদিন। পরদিন নতুন ফ্লাইট পেলেও মেলেনি স্বস্তি। ফ্লাইট এদিন দেরিতে হয়েছে। এরপরেও কোনভাবে ফ্লাইটে গেলেও হারিয়ে ফেলেছেন নিজে ব্যাগ। সবমিলিয়ে বেশ ভোগান্তি নিয়েই নিজের ছুটি শুরু করেছেন বাংলার কোচ।
টুইটারে হাথুরু লিখেছেন, ‘ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের হয়ে জঘন্য এক অভিজ্ঞতা হলো। টেক অফের একটু আগে ফ্লাইট বাতিল হয়ে গেল। একই দিনে কোনো বিকল্প ফ্লাইটও দেওয়া হলো না। এরপর পরদিন ফ্লাইটে উঠতে পারলাম কিন্তু এবার দেরি হলো। শেষমেশ ব্যাগটাও হারিয়ে ফেলেছি।’