1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

অ্যারিন মুমিনের লেখনীতে কবিতা জীবন অব্যাহত

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২৬১ Time View

কবিতাঃ জীবন অব্যাহত

তুমি আর কি থমকে দিবে আমায়?
মনে নেই, বুঝ হয়নি,তবে শুনেছি- দাঁড়াতে গিয়ে উল্টে গিয়েছি,হাটতে গিয়ে হোঁচট খেয়েছি তবু থামিনি।
দিব্যি হেঁটে চলেছি আজ সতেরোতে,
অবসাদ পিছু করলেও ছুঁতে দেয়নি।

বেদনায় তাড়া করলেও জীবন অব্যাহত,
অব্যাহত ভালোলাগা,ভালোবাসা মরিচীকা-র পিছু ছূটে চলা।
কত নির্দিষ্ট বস্তু কালক্ষেপণে আজ অনির্দিষ্টতায় ভুগছে, কত অসুখ -সুখে পরিণত হয়েছে,কত সুখ আবার অসুখে, হারিনি-হারিয়েছি জীবন যে অব্যাহত।

কাওকে প্রাণ খুলে বলতে হয়না বিপত্তির কথা,কাওকে দাওয়াত দিয়ে শুনাতে হয়না অসুখের কথা, কে-ই বা শুনায়? কে-বা শুনে?
মানুষের মুখোচ্ছবি তো মানসিক আয়না, দেখে নিতে হয়,বুঝে নিতে হয়।
বেপরোয়া আবেগ চেপে রেখে বুঝানো যায় জীবন অব্যাহত।

আমি পারিনি আমার আবেগ চেপে রাখতে —তুমি ভালোবাসার কৌশলে ছিনিয়ে নিয়েছিলে সব আবেগ।
কি লাভ হয়েছে তাতে?আমি, আমার জীবন আজ অব্যাহত।
তুমি পারনি দমিয়ে রাখতে, পারনি ইচ্ছেমতো ব্যবহার করতে,তুমি হয়তো জানতেই না, সত্য–মিথ্যের অনলে পুড়ে না।

আমার বয়সী কতজনের মাথা গুজার ঠাঁই নেই,কতজন এই বয়সে অন্যের ফরমায়েশ খাটছে,কতজন বাবা-মার আদর থেকে বঞ্চিত তাদের জীবন কি থমকে গেছে?তবে আমি তো প্রচুর সুখি,আদৌ নিজেকে নিয়ে আক্ষেপের কোনো প্রশ্ন খুঁজে পাইনা।

আজ সতেরোতে, তুমিই শিখিয়েছ বাস্তবতা কত নির্মম, ফিরিয়ে দিয়েছো নতুন করে বাঁচার উদ্যম।
চরম সত্য কি জানো?
মৃত্যু আমায় আলিঙ্গন না করা অবধি জীবন অব্যাহত।

লেখাঃঅ্যারিন মুমিন
কলেজঃরাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..