ওয়েব ডেস্ক: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নির্বাচন বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইইবির সদর দপ্তর ঢাকা কেন্দ্রসহ সারা দেশের ১৮টি কেন্দ্র, ৩৩টি উপকেন্দ্র এবং ওভারসিজ চ্যাপ্টারগুলোতে ভোটগ্রহণ হবে।
এবারের নির্বাচনে গঠিত হয়েছে সরকার দলীয় দুটি প্যানেল। একটি হলো প্রকৌশলী আবদুস সবুর-মঞ্জু প্যানেল, অপরটি প্রকৌশলী ড. নজরুল-মামুন। দুটি প্যানেলই আইইবির টেকসই উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেছে।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ প্রকৌশলীদের অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর এ নির্বাচনে এরইমধ্যে সাজ সাজ রব বিরাজ করছে আইইবিতে।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় আইইবি। দেশের মেধাবী সন্তানদের প্রতিষ্ঠান এটি। আইইবির লক্ষ্য উন্নত জগৎ গঠন ও প্রকৌশলীদের চাকরিসহ সার্বিক সমস্যা সমাধান করা।