শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রান তুলেছিল বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ২৬৫ রানেই গুটিয়ে যায়। পরে ২১১ রানের লিড নিয়ে শেষ বিকেলে ব্যাট করতে নামেন দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৫৬ রান। ফলে স্বাগতিকরা ইতোমধ্যে ৩৬৭ রানের লিড নিয়েছে।
স্বভাবতই সিলেট টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ মিরপুর টেস্টেও যে দাপট দেখাচ্ছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যা স্বীকার করে নিয়ে সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান বলেছেন, ‘ম্যাচের ফল বিবেচনায় নিলে আমরা সেখানে কিছুটা পিছিয়েই আছি। তবে আমি মনে করি ছেলেরা বেশ ভালোভাবে লড়াই করেছে।’
ব্যাটিং বিপর্যয়ে পড়ায় আইরিশদের প্রথম ইনিংসের দৌড় আরও আগেই থামতে পারত। তবে স্টিফেন দোহানি ও লরকান টাকারের ৮১ এবং টাকার-জর্ডান নিলের ৭৪ রানের জুটি তাদের মান কিছুটা বাঁচিয়েছে। শিষ্যদের প্রশংসা করে আইরিশ কোচ বলেন, ‘যেভাবে দোহানি এবং লরকান টাকার শেষ দিকে লড়াই চালিয়ে গেল এগুলো দারুণ আশা জাগানিয়া। এই পর্যায়ে এসে আমরা অনেক কিছু শিখছি। জর্ডান নিল আরও একবার ব্যাট হাতে নিজের সামর্থ্য দেখিয়েছে। সামনে কঠিন ২ দিন আসছে।’
মিরপুরে সচরাচর যে স্পিননির্ভর উইকেট দেখা যায়, এই ম্যাচে সেই চিত্র নেই। যা ভাবনার বাইরে ছিল বলেও জানান মালান, ‘এখানে উইকেট আমরা যেরকম ভেবেছিলাম একদম সেভাবে আচরণ করেনি। আজকেও দেখা গেছে এখানে ব্যাট করাটা অসম্ভব নয়। মাঝেমধ্যে বোলাররা ভালো বল করেছে। আমরা এবং বাংলাদেশের ব্যাটাররা দেখিয়ে দিয়েছে রান করা যাবে। এভাবেই বাকি ২ দিন আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’