প্রত্যয় নিউজ ডেস্কঃ অবশেষে আইপিএলের স্পন্সর পেয়েছে বিসিসিআই। চীনের সঙ্গে সংকটের জেরে আসরের শুরুতেই ভারতীয় জনগণের ক্ষোভের মুখে পড়ে চীনা প্রতিষ্ঠান ভিভো। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত স্পন্সরশিপ থেকে নিজেদের সরিয়ে নেয় চীনা মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিভো।
এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের টাইটেল স্পন্সর খুঁজে নিয়েছে বিসিসিআই। এবারের টুর্নামেন্টে স্পন্সর হিসেবে থাকবে ভারতের ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ‘ড্রিম ইলেভেন’। বিষয়টি নিশ্চিত করেছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
নিলামে ২২২ কোটি ভারতীয় রুপিতে জনপ্রিয় এই ফ্র্যাঞ্জাইজি আসরের টাইটেল স্পন্সরশিপ জিতে নেয় ড্রিম ইলেভেন। স্পন্সর হওয়ার দৌড়ে তারা পেছনে ফেলে ইউনাকাডেমি এবং বাইজুস’কে। স্পন্সরশিপের এই দৌড়ে ইউনাকাডেমি বিড করেছিল ১৭১ কোটি রুপি। বাইজুস দর হাঁকিয়েছিল ২০১ কোটি রুপি। এ বছরের ১৮ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে তাদের।
বিসিসিআই ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকের মধ্যে থাকা চুক্তি অনুযায়ী দলগুলো কেন্দ্রীয় চুক্তি থেকে পাওয়া অর্থের ৫০ শতাংশ অর্থ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। অর্থাৎ এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে ২২২ কোটি রুপির অর্ধেক ১১১ কোটি রুপি সমানভাবে বণ্টন করবে বিসিসিআই।
করোনাভাইরাসের কারণে দর্শক শূন্য স্টেডিয়ামে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে এবং খেলা হবে শারজাহ, আবুধাবি ও দুবাইতে।। ১৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এবারের আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।
ডিপিআর/ জাহিরুল মিলন