রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান: বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে শহরের কলোনি এলাকায় চাঞ্চল্যকর টাকা ছিনতাইয়ের ঘটনার আসামির নিকট হতে ধারালো চাপাতি উদ্ধার এবং ছিনতাইকৃত নগদ ১৪,০০০/- টাকা উদ্ধার।
উল্লেখ্য যে, গত ২১/১২/২০২৪ খ্রিঃ বেলা অনুমান ১০.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার চকফরিদ কলোনিস্হ ফাতেমা কটেজ নামক বাসার সামনে হতে, যমুনা সিলিন্ডার গ্যাস কোম্পানির স্থানীয় ডিলার মোছাঃ আম্বিয়া খাতুন এর ম্যানেজার জনাব মোঃ তারেক কে কতিপয় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা নগদ ৯,১৬,০০০/- (নয় লক্ষ ষোলো হাজার) টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ বিষয়ে তৎক্ষনাৎ বাদি অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা দায়ের হয়।
পরবর্তীতে ছিনতাই এর ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং উক্ত বিষয়ে শহরের জনগণের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। সে সময় এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
এ ঘটনার প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বগুড়া জেলা গোয়েন্দা শাখা উক্ত ছিনতাইয়ের ঘটনায় ছায়া তদন্ত শুরু করে ভিত্তিতে গত ২৪/০৪/২৫ খ্রিঃ বেলা অনুঃ ১৫.৫৫ ঘটিকার সময় ডিবির একটি টিম শহরের কলোনি বটতলা এলাকা হইতে উক্ত ছিনতাইয়ের মুল হোতা ১। আরিফ শেখ (৩২) পিতা- আজিজ শেখ, সাং-লতিফপুর মধ্যপাড়া, থানা- শাহজাহান পুর, জেলা বগুড়াকে তার পরিহিত প্যান্টের কোমরের পিছনে বিশেষ ভাবে রাখা অনুঃ ১৫ ইঞ্চি লম্বা ধারালো চাপাতি সহ আটক করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাতে উক্ত ছিনতাইয়ে জড়িত অপর দুইজন আসামী যথাক্রমে চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) ও ৩। শাহজাহান পুর থানার গণ্ডগ্রাম সাকিনস্থ খোরশেদ আলম বুদুর ছেলে মোঃ জাহিদকে সদর থানা এলাকা হতে গ্রেফতার করা করে এবং তাদের নিকট হতে ছিনতাই কৃত নগদ ১৪,০০০/- টাকা উদ্ধার করা করে।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মারামারি সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে বলে জেলা পুলিশ জানায়।
জেলা পুলিশ বগুড়া আরও জানায় প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত দেশিও অস্ত্র উদ্ধার, ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধার সহ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আরো উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি আরিফ শেখ এর বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।