1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

আইপিএল জিতেই জায়গা পেলেন লঙ্কান দলে

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা হয়নি শ্রীলঙ্কা। আরেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজসহ তাদেরকে বাছাইপর্ব পার হতে হবে। তার আগে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কানরা। যার জন্য দলটি ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। দুই বছর ওয়ানডে দলে জায়গা না পাওয়া দেশটির সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নকে রাখা হয়েছে। এছাড়া ফরম্যাটটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই পেসার মাথিশা পাথিরানা।

আগামী শুক্রবার (২ জুন) থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে বেশ কয়েকটি চমকও রয়েছে। অ্যাঙ্কেলের সফল অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার দুশমান্ত চামিরা এবং সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা সাদিরা সামারাবিক্রমা। তবে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কুশল পেরেরাকে হ্যামস্ট্রিং চোটের কারণে দলে রাখা হয়নি। জায়গা হয়নি বাঁ-হাতি স্পিন-অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগেরও। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে দুশান হেমন্তকে।

এই স্পিনার ৫৮ লিস্ট ‘এ’ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে তার রান ১ হাজার ১১৪। এই সংস্করণে নামের পাশে তার উইকেট ৬৪টি। ম্যাচ খেলার সুযোগ হলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যাবে এই তরুণ স্পিনারের।

এদিকে, অভিজ্ঞ ব্যাটার করুণারত্নে ক্যারিয়ারের ৩৪ ওয়ানডের সবশেষটি খেলেন ২০২১ সালের মার্চে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটির পর তাকে আর সংস্করণটিতে দেখা যায়নি।। ওয়ানডেতে ৬ ফিফটিতে তার রান ৭৬৭। পেসার চামিরাও গত বছরের জুনের পর ওয়ানডে খেলতে পারেননি। এছাড়া নতুন এই সিরিজে ডাক পাওয়া সামারাবিক্রমা এখন পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেন। তবে তার সবশেষ ফরম্যাটটিতে নামা হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে।

আইপিএলে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জিতেছেন মাথিশা পাথিরানা। বোলিং অ্যাকশনের কারণে লঙ্কান এই পেসার ইতোমধ্যে ‘জুনিয়র মালিঙ্গা’ পরিচিতি পেয়েছেন। শিরোপাজয়ী চেন্নাইয়ে তারও বেশ অবদান ছিল। আসরে ১২ ম্যাচ খেলে তারা শিকার ১৯ উইকেট।

হাম্বানটোটায় আগামী শুক্র ও রোববার মাঠে গড়াবে দুই দলের প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ও শেষ ম্যাচ হবে ৭ জুন।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসানকা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশান হেমন্ত, চামিকা করুণারত্নে, দুশমন্ত চামিরা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..