ওয়েব ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশের পূজামণ্ডপগুলো আইপি ক্যামেরার (ইন্টারনেট প্রটোকল ক্যামেরা) মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানা থেকে তদারক করা হবে।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক বিফ্রিংয়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য জরুরি সেবাসংক্রান্ত হটলাইন ‘৯৯৯’–এ বিশেষ দল কাজ করবে। পুলিশ ও র্যাবের টহল থাকবে এবং গোয়েন্দা সংস্থার বিশেষ দল কাজ করবে।
সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
এদিকে, বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টায় বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীপূজা শুরু হয়েছে। এছাড়া মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে চণ্ডীপাঠ।